বিনোদন ডেস্ক : ২০০২ সাল। ইন্ডি পপ গানের যুগ刚ই শুরু হয়েছে টেলিভিশনে। আর ঠিক তখনই আলোড়ন তোলে একটি গান—‘কাঁটা লাগা’। ঝলমলে পোশাক, তীক্ষ্ণ এক্সপ্রেশন, আর চোখ ধাঁধানো নাচে দর্শকদের মনে ঝড় তোলেন এক নবাগতা তরুণী। নাম তাঁর শেফালি জারিওয়ালা। এক রাতেই ভাইরাল, এক রাতেই তারকা। সেই সময় বহু মানুষ গানটির কথা না জানলেও চিনতেন ‘কাঁটা লাগা গার্ল’ নামে শেফালিকে।
কিন্তু জানেন কি, সেই গানটির জন্য তিনি পেয়েছিলেন মাত্র ৭,০০০ টাকা পারিশ্রমিক? হ্যাঁ, সেই গান, যার দৃশ্য এবং স্টাইল এক প্রজন্মের স্মৃতিতে গেঁথে আছে, তার পেছনে থাকা তারকা পেয়েছিলেন সামান্যই অর্থমূল্য।
শেফালি বলেছিলেন, ‘আমি চাই, মৃত্যুর দিন পর্যন্ত মানুষ আমাকে কাঁটা লাগা গার্ল হিসেবেই মনে রাখুক।’ বাস্তবেও তাই ঘটেছে। ২০২৫ সালে, মাত্র ৪২ বছর বয়সে থেমে গেল তাঁর জীবন, কিন্তু রেখে গেলেন এক অবিনাশী ছাপ।
‘কাঁটা লাগা’ গানের পর তিনি কাজ করেন মোট ৩৫টি মিউজিক ভিডিওতে। বলিউডেও পা রাখেন, সালমান খান-অক্ষয় কুমার অভিনীত ‘মুঝসে শাদি করোগে’ ছবিতে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেন ২০০৪ সালে। কিন্তু ওই একটি গানই হয়ে দাঁড়ায় তাঁর পরিচয়ের একমাত্র স্তম্ভ।
সময়ের বিচারে ৭ হাজার টাকা খুব বড় অঙ্ক মনে না হলেও, ওই গানের প্রভাব, জনপ্রিয়তা ও সাংস্কৃতিক অভিঘাত যে পরিমাণে ছিল, তা তুলনাহীন। ভারতীয় পপ সংস্কৃতিতে ‘কাঁটা লাগা’ যেন এক বিপ্লবের নাম, আর শেফালি সেই বিপ্লবের মুখ।
আজ শেফালি নেই। কিন্তু সেই আগুনঝরা চোখ, আত্মবিশ্বাসী হাঁটা, আর বৈপ্লবিক নাচ আজও মানুষের মনে গেঁথে আছে। টাকা দিয়ে হয়তো সবকিছু বিচার করা যায় না। শেফালির ৭ হাজার টাকার পারিশ্রমিকও তাই অমূল্য হয়ে আছে ইতিহাসের পাতায়।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel