জুমবাংলা ডেস্ক: সড়কের দুইপাশে দাঁড়ানো সারিসারি গাছে থোকায় থোকায় ঝুলছে কাঁঠাল। রাস্তা দিয়ে হেঁটে গেলে কাঁঠালোর মৌ মৌ গন্ধে ভরে উঠে মন। গ্রামের প্রায় সকল পরিবারেরই কাঁঠাল গাছ রয়েছে। এমনই দৃশ্য দেখা গেছে বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কালিবাড়ী গ্রামে। গ্রামটিতে বসবাসরত সকলেই কাঁঠাল গাছগুলো রোপন করেছে বলে জানান স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এইচ এম মনিরুল ইসলাম।
সরেজমিনে দেখা গেছে, গুলিশাখালী ইউনিয়নের ইউনুস আলী খান ডিগ্রি কলেজ থেকে তুলাতুলি স্ট্যান্ড পর্যন্ত কালিবাড়ী গ্রামের সড়কের দুই পাশে ব্যক্তি উদ্যোগে কাঁঠাল গাছ রোপণ করা হয়েছে। সড়কের দুই পাশে সারিসারি কাঁঠাল গাছ থাকায় অপরূপ সৌন্দার্যে সেজেছে গ্রামটি। গাছে থোকায় থোকায় কাঁঠাল ঝুলছে।
জানা গেছে, এ গাছগুলোর কাঁঠাল প্রকৃতির নিয়মে বেড়ে উঠা। গাছের মালিকারা পরিচর্যা ছাড়া কোনো সার বা রাসায়নিক কিছু ব্যবহার করা হয়নি। অনেকের মধ্যে কাঁঠাল বাগান মালিক মো. আবু জাফর বলেন, প্রকৃতির নিয়মের গাছেই কাঁঠাল পাকে। এ গ্রামের বাসিন্দারা কাঁঠাল বিক্রি করে প্রতি বছর লাখ লাখ টাকা আয় করেন।
আমতলীর উপজেলা কৃষি কর্মকর্তা মো. ঈসা ইকবাল জানান, কালিবাড়ী গ্রামে বেশ কাঁঠাল ফলে। ওই গ্রামের মানুষ সখবসত সড়কের পাশে কাঁঠাল গাছ গুলো রোপন করেছেন। ওই গাছগুলোতে থোকায় এখন কাঁঠাল ধরেছে। স্থানীয়রা এই ফর বিক্রি করে বেশ ভালো লাভবার হচ্ছেন বলে জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।