জুমবাংলা ডেস্ক : রাঙ্গামাটির কাউখালীতে জাল টাকাসহ আবু বক্কর ছিদ্দিক (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (৩০ নভেম্বর) বিকালে কাউখালী উপজেলার ঘাগড়া বাজার থেকে ২১,৫০০ টাকার জাল নোটসহ ওই যুবককে আটক করা হয়।
Advertisement
আটককৃত আবু বক্কর ছিদ্দিক (২৫) রাঙ্গামাটির লংগদু উপজেলার গাঁথাছড়া গ্রামের শব্দের আলীর ছেলে।
কাউখালী থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘাগড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০০ টাকার ৪৩টি জালনোটসহ আবু বক্করকে আটক করা হয়।
আটক আবু বক্কর ছিদ্দিকের বিরুদ্ধে কাউখালী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।