কাওয়াই দ্বীপে জমি কিনলেন জাকারবার্গ

জাকারবার্গ

জাকারবার্গ

আন্তর্জাতিক ডেস্ক : হাইতির কাওয়াই দ্বীপে ১১০ একর জমি কিনেছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চান। এ জমির দাম পড়েছে ১ কোটি ৭০ লাখ ডলার। তবে জমির বেশিরভাগ অংশ জলাধার।

জাকারবার্গ-চান পরিবারের মুখপাত্র ব্যান লেবল্ট জানান, বেশিরভাগ জমি কৃষিকাজ ও পশুপালনের কাজে ব্যবহৃত হবে। যে জমি কিনেছেন তা ২০০৬ সালের বন্যার সময় তলিয়ে গিয়েছিল। ৪০ দিন টানা বৃষ্টির ফলে বাঁধ ভেঙে এ বন্যার সৃষ্টি হয়।

বাঁধটিতে রক্ষণাবেক্ষণ ত্রুটি ছিল ও এ দুর্ঘটনার জন্য জেমস ফ্লুয়েগারকে দায়ী করা হয়। এ ঘটনার জের ধরে করা মামলায় সাত মাস কারাদণ্ডও ভোগ করেন তিনি। ২০১৭ সালে ৯১ বছর বয়সে তার মৃত্যু হয়। জানা গেছে, ফ্লুয়েগারের পরিবারের সদস্যদের মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের কাছ থেকেই এসব জমি কিনেছেন মার্ক জাকারবার্গ ও প্রিসিলা চ্যান।

এর আগে ২০১৪ সালে ১০ কোটি ডলার দিয়ে ৭০০ একর জমি এবং ৫ কোটি ৩০ লাখ ডলার দিয়ে ৬০০ একর জমি কিনেছিলেন জাকারবার্গ।