বিনোদন ডেস্ক : বিয়ে করেছেন দুই বাংলার পরিচিত মুখ মোহনা মীম। দেশে ‘লালচর’ চলচ্চিত্রে প্রধান নারী চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন। গত মাসের ২৪ তারিখে বিয়ে করেছেন তিনি। স্বামী রিপন চৌধুরী পেশায় ডিরেক্টর অব ফটোগ্রাফি ও প্রযোজক। ঢাকার বনানীর মসজিদে দুই পরিবারের সমন্বয়ে এই বিয়ে সম্পন্ন হয়েছে।
নতুন জীবন বেশ ভালোই কাটছে জানালেন এই অভিনেত্রী। বললেন, ‘আমি যেমন মানুষ চেয়েছি, ঠিক তেমনই পেয়েছি। খুব সুন্দরভাবে সংসারজীবন শুরু করতে পেরেছি। যদিও আমাদের মধ্যে টুকটাক খুঁটিনাটি নিয়ে খুনসুটি হয়। তবে সেটা খুব অল্প সময়েই শেষ হয়ে যায়।’
রিপনের সঙ্গে পরিচয় এনামুল কবির নির্ঝরের একটি সিনেমার শুটিং সেটে। সেখান থেকেই প্রণয়ের শুরু। প্রণয়ের বছরখানেক পরেই পরিণয়। মোহনা বলছেন, ‘আসলে ওর সঙ্গে পরিচয় নির্ঝর ভাইয়ার সিনেমায়। আমরা দুজনই দুজনার প্রেমে পড়ে যাই, কিন্তু কেউ কাউকে বলতে পারছিলাম না। শেষে আমি নিজেই ওকে একদিন বলি। সে একটু সময় নেয়, পরের দিন সে-ও নিজের কথা জানায়। এভাবেই শুরু ভালো লাগার দিনগুলো, ভালোবাসার দিনগুলো। পরে বিষয়টি পরিবারের কাছে যায়। দুই পরিবারের সম্মতিতে বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়।’
কলকাতার টিভি চ্যানেল স্টার জলসার ‘আমি সিরাজের বেগম’ ধারাবাহিকে গুলশানারা চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন বাংলাদেশের মেয়ে মোহনা মীম। পরিচিতিটা ওপার বাংলা থেকেই। কেননা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। সেই সূত্রে কলকাতার মিডিয়ায় জড়িয়ে যান ‘চ্যানেল আই সেরা নাচিয়ে সিজন-এক’ বিজয়ী মোহনা মীম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।