জুমবাংলা ডেস্ক: বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে একটি সংসদীয় প্রতিনিধি দল কাজাখস্থানের উদ্দেশে আজ (রবিবার) সকালে ঢাকা ত্যাগ করবেন।
প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে রয়েছেন হুইপ ইকবালুর রহিম, সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, সংসদ সদস্য মো: আবু জাহির, সংসদ সদস্য বেগম সাগুফতা ইয়াসমিন এবং সংসদ সদস্য বদরুদ্দোজা মো: ফরহাদ হোসেন।
আগামী ২৩-২৪ সেপ্টেম্বর কাজাখস্থানের প্রধান শহর আস্তানায় অনুষ্ঠেয় ইউরো এশিয়ান দেশসমূহের সংসদের স্পিকারদের চতুর্থ সভায় যোগ দিবেন সংসদীয় প্রতিনিধি দলটি।
এরপর প্রতিনিধি দলটি উগান্ডার রাজধানী কাম্পালায় অনুষ্ঠেয় ৬৪তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগদান শেষে আগামী ২৮ সেপ্টেম্বর ঢাকায় ফিরবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।