Advertisement
নাবিউর রহমান (চয়ন), কাজিপুর থেকে : সিরাজগঞ্জের কাজিপুরে পুলিশি অভিযানে আব্দুস সামাদ (৬০) নামের এক গাঁজা ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
রবিবার (২৬শে মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাজনাবাড়ি চরছিন্না গ্রামের চরপাড়া নামক জায়গা থেকে এই মাদক কারবারিকে আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল কুমার দত্ত পিপিএম।
তিনি বলেন,” মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে, সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel