জুমবাংলা ডেস্ক : স্বাধীনতার ৫৩ বছর পর কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির দালিলিক স্বীকৃতি দিয়েছে সরকার। তবে দেশে ফেরার দিনটি নিয়ে নথিতে রয়েছে দুরকম তথ্য। এতে চটেছেন রিটকারী আইনজীবী। তিনি জানান, গেজেট দ্রুত সংশোধনের জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।
দ্রোহ থেকে প্রেম। মসজিদ থেকে গির্জা, কোথায় নেই কাজী নজরুল ইসলাম। এত শত জায়গায় থেকেও অবহেলায় রয়ে গেছেন বাংলাদেশের জাতীয় কবি। স্বাধীনতার ৫৩ বছর পর গত ২৪ ডিসেম্বর জাতীয় কবি হিসেবে পেয়েছেন দালিলিক স্বীকৃতি।
স্বীকৃতির সেই নথিপত্রে দেশে ফেরার দিনটি নিয়ে রয়েছে দুরকম তথ্য। এই নিয়ে ক্ষোভ জানালেন নজরুলকে জাতীয় কবি হিসেবে স্বীকৃতি চাওয়া রিটকারী আইনজীবী মো. আসাদ উদ্দিন।
বিষয়টি নিয়ে এরই মধ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন এই আইনজীবী। অপেক্ষায় পরবর্তী পদক্ষেপের।
কাজী নজরুলকে জাতীয় কবি হিসেবে দালিলিক স্বীকৃতি দিতে বিগত সরকারের আমলে ২৭ বার চেষ্টা করেও কোনো সুরাহা করতে পারেননি এই আইনজীবী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।