বিনোদন ডেস্ক : ঘরবন্দি ক্যাটরিনা কাইফ। হাতে রয়েছে অফুরন্ত সময়। কখনও বরুণ ধাওয়ান-অর্জুন কাপূরএ সঙ্গে ভিডিও কল করে সময় কাটাচ্ছেন আবার কখনও বা পোস্ট করছেন ওয়ার্ক-আউট ভিডিও। এ বার বাসন মাজার সহজ উপায় শেখালেন ক্যাট। গতকাল ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন ক্যাটরিনা।
সেখানেই তাকে বলতে শোনা যাচ্ছে, ”প্রথমে ভাবলাম প্রতিটা বাসন আলাদা ভাবে সাবান দিয়ে ধুয়ে রাখব কী না। তারপর ভাবলাম, এর চেয়েও ভাল উপায় রয়েছে। সব ডিসকে একসঙ্গে সিঙ্কে রাখুন। তার পর সাবান জল গুলে দিন। এর পর জল দিয়ে ধুয়ে বাসন ধুয়ে নিন। ব্যস। সময়ও বাঁচবে আবার জলও কম খরচ হবে।”
ক্যাটরিনার এই ”ইজি ট্রিক”-এর প্রশংসায় মেতেছেন নেট নাগরিকদের একাংশ। যদিও এরই মধ্যে একজনের সরস মন্তব্য, ”এই ট্রিক তুমি আজ জানলে ক্যাটরিনা! চা-বিক্রেতা এই উপায় সেই কত দিন ধ’রে প্র্যাকটিস করে আসছে।” কিছু দিন আগে সেলিব্রিটি ফিটনেস ট্রেনার জেসমিন করাচিওয়ালার সঙ্গে বাড়ির ছাদে তার ওয়ার্ক-আউট ভিডিও পোস্ট করেছিলেন নায়িকা।
ক্যাটরিনার বাসন মাজার ভিডিও:
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।