কাজে যোগ না দেওয়া পুলিশ সদস্যরা সন্ত্রাসী বিবেচিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

জুমবাংলা ডেস্ক : কাজে যোগ না দেওয়া ১৮৭ জন পুলিশ সদস্য সন্ত্রাসী হিসেবে বিবেচিত হবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার বেলা ৩টায় রাজশাহীতে বিজিবির দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তাদের (পলাতক পুলিশ সদস্যদের) দেখামাত্র গ্রেপ্তার করা হবে এবং অপরাধী হিসেবে বিচার করা হবে।’

অপর এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘গত ১৫ বছরে মেরিটের বাইরে অন্য বিবেচনায় বিসিএসে যারা নিয়োগ পেয়েছেন তাদেরও চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘পুলিশের মনোবলের উন্নতি হচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও কিছুদিন সময় লাগবে।’