আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার আক্রমণের প্রেক্ষিতে বৃহস্পতিবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে ফোন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
কাতারের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ খবর দিয়ে জানিয়েছে, জেলেনস্কি এ সময় ইউক্রেনের সর্বশেষ অবস্থা সম্পর্কে কাতারের আমিরকে অবহিত করেন।
এক বিবৃতিতে জানানো হয়, কাতারের আমির এ সময় উভয় পক্ষকে সংযম চর্চার কথা বলেন এবং কূটনৈতিক উপায়ে সঙ্কট সমাধানের উপর গুরুত্বারোপ করেন।
এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই বৃহস্পতিবার সকালে কয়েকটি দিক থেকে ইউক্রেনে প্রবেশ করেছে রাশিয়ান সৈন্যরা।
রাশিয়ান ট্যাঙ্ক এবং ভারী সামরিক অস্ত্রবাহী যানগুলো ইউক্রেনের উত্তরাঞ্চলে প্রবেশ করেছে। রাশিয়া অধিভুক্ত ক্রিমিয়ার দক্ষিণাঞ্চল দিয়েও ঢুকেছে কিছু যান। সূত্র : আল আরাবিয়া, রয়টার্স
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।