সামরিক কূটনীতিতে নতুন দিগন্ত খুলল বাংলাদেশ–কাতার সম্পর্কের। প্রথমবারের মতো বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কাতারের সশস্ত্র বাহিনীতে প্রেষণে যোগ দিতে যাচ্ছেন। দোহায় দুই দেশের সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের মধ্যে এ-সংক্রান্ত গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
কাতারের সশস্ত্র বাহিনীতে প্রেষণে নিয়োগ পাবেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। গতকাল রবিবার দোহায় এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর হয়। বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এসএম কামরুল হাসান এবং কাতারের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল (পাইলট) জাসিম বিন মোহাম্মদ আল মান্নাই চুক্তিতে স্বাক্ষর করেন।
আইএসপিআর জানিয়েছে, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হজরত আলী খান, বাংলাদেশের প্রতিনিধিদলের সদস্য এবং দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তির ফলে প্রথমবারের মতো বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা কাতারের সশস্ত্র বাহিনীতে প্রেষণে নিয়োজিত হওয়ার সুযোগ পাবেন। প্রাথমিকভাবে আনুমানিক ৮০০ সদস্যকে কাতারে পাঠানো হবে, এবং ভবিষ্যতে এ জনবল আরও বৃদ্ধি পেতে পারে।
সশস্ত্র বাহিনীর যেসব সদস্যকে কাতারে পাঠানো হবে, তারা প্রাথমিকভাবে তিন বছরের জন্য নিয়োগ পাবেন। কর্মদক্ষতা সন্তোষজনক হলে তাদের চাকরির মেয়াদ ছয় বছর পর্যন্ত বর্ধিত হতে পারে।
এ চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যকার বিদ্যমান সামরিক সম্পর্ক আরও নতুন উচ্চতায় পৌঁছাবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। পাশাপাশি কাতারে কর্মরত বাংলাদেশি সদস্যরা আর্থিকভাবে লাভবান হবেন এবং বাংলাদেশ সরকারও উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবে।
গত ২১ থেকে ২৫ এপ্রিল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ‘আর্থনা’ সম্মেলন উপলক্ষে কাতার সফর করেন। ওই সময় তিনি কাতার সরকারের নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টার সেই সফর ও ফলপ্রসূ কূটনীতির ফলে এ চুক্তি স্বাক্ষর ত্বরান্বিত হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



