মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কাতারে ইসরায়েল আর কোনো হামলা চালাবে না। গত সপ্তাহে হামাসের সিনিয়র নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের হামলার পুনরাবৃত্তি হবে না। তিনি কাতারকে যুক্তরাষ্ট্রের “ভালো মিত্র” হিসেবে উল্লেখ করে বলেন, নেতানিয়াহু এখন থেকে কাতারের সঙ্গে তাল মিলিয়ে চলবেন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে ট্রাম্প এ কথা বলেন। তিনি জানান, গত ৮ সেপ্টেম্বর গাজায় যুদ্ধবিরতি নিয়ে কাতারে হামাসের সিনিয়র নেতাদের আবাসিক ভবনে অভিযান চালানো হয়েছিল। হামলার লক্ষ্যবস্তু ছিলেন হামাসের শীর্ষ নির্বাহী খলিল আল হায়া, যিনি প্রাণে বেঁচে যান, তবে ছয়জন নিহত হন, যার মধ্যে একজন কাতারের নিরাপত্তা বাহিনীর সদস্য।
ট্রাম্প বলেন, “কাতার আমাদের খুবই ভালো মিত্র। তাই এখন থেকে নেতানিয়াহু কাতারের সঙ্গে তাল মিলিয়ে চলবেন।” হামলার বিষয়ে পূর্বে যুক্তরাষ্ট্র কাতারকে সতর্ক করেছিল কি না, এ প্রশ্নের উত্তরে ট্রাম্প জানান, “না, তারা আমাকে আগে কিছু জানায়নি। আমি যেভাবে তথ্য পেয়েছি, ঠিক সেভাবেই আমি বিষয়টি জেনেছি।”
এই ঘোষণার মাধ্যমে ইসরায়েলি হামলার সম্ভাব্য আন্তর্জাতিক উত্তেজনা কিছুটা নিয়ন্ত্রণে আনা এবং কাতারের সঙ্গে সম্পর্ক সুসংহত রাখার চেষ্টা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।