স্পোর্টস ডেস্ক: এবার আবুধাবির টি-টেন লিগে দলই ছিলো বাংলাদেশ থেকে। বাংলা টাইগার্স নামক সেই দলের হয়ে দুইটি ম্যাচও খেলেছিলেন পেস বোলিং অলরাউন্ডার ফরহাদ রেজা।
আবুধাবিকে অনুসরণ করে এবছর কাতারেও শুরু হতে যাচ্ছে টি-টেন লিগের আসর। যেখানে দল পেয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার শাহাদাত হোসেন এবং নাইম ইসলাম। ডেজার্ট রাইডার্সের হয়ে খেলতে নামবেন শাহাদাত হোসেন, হিট স্টর্মার্সের জার্সিতে দেখা যাবে মোহাম্মদ নাইম ইসলামকে।
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসের ৭ তারিখ থেকে শুরু হবে কাতার টি-টেন লিগের প্রথম আসর। প্রথমবারের মতো আয়োজিত এ টুর্নামেন্টের অংশগ্রহণকারী দলগুলো হলো পার্ল গ্ল্যাডিয়েটরস, ফ্লায়িং অরিক্স, ডেজার্ট রাইডার্স, সুইফট গ্যালোপার্স, ফ্যালকন হান্টার ও হিট স্টর্মার্স।
অংশগ্রহণকারী ৬ দল প্রথম রাউন্ডে একে অপরের বিপক্ষে ১টি করে ম্যাচ খেলবে। যার ফলে প্রথম রাউন্ডে প্রত্যেক দল খেলতে পারবে ৫টি করে ম্যাচ। পরে শীর্ষ ৪ দল নিয়ে হবে সেমিফাইনাল। ডিসেম্বরের ১৬ তারিখ হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।
ছয় দলের স্কোয়াড
ডেজার্ট রাইডার্স
দেশি খেলোয়াড়: আওয়াইজ মালিক, মোহাম্মদ তানভীর, মুজিব খান, মোহাম্মদ ইকরাম, হিমাংশু রাথোর এবং ইমাল মালিন্দু লিয়ানাগে।
বিদেশি খেলোয়াড়: সোহেল তানভীর (পাকিস্তান), খুররম মঞ্জুর (পাকিস্তান), শাহাদাত হোসেন (বাংলাদেশ), রামিথ রাম্বুলওয়েলা (শ্রীলঙ্কা), কিথরুয়ান ভিথানাগে (শ্রীলঙ্কা), জাভেদ আহমাদি (আফগানিস্তান), আমজাদ খান (আরব আমিরাত), মোহাম্মদ নাদিম (ওমান) এবং চুন্দানগোপাইন রিজওয়ান (আরব আমিরাত)।
ফ্যালকন হান্টার্স
দেশি খেলোয়াড়: ইকবাল হোসেন চৌধুরী, মোহাম্মদ রিজলান, কামরান খান, তাইমুর সাজ্জাদ, মুরাদ খান, এরশাদ ওমর, নাওয়াফ পুলানগাদাম এবং হোসেন খান।
বিদেশি খেলোয়াড়: হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা), জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ), সালমান বাট (পাকিস্তান), আম্মাদ বাট (পাকিস্তান), টম আবেল (ইংল্যান্ড), সাদ বিন জাফর (কানাডা), আকিব আলি (ওমান) এবং ফাইয়াজ বাট (ওমান)।
ফ্লায়িং অরিক্স
দেশি খেলোয়াড়: নোমার সারওয়ার, মুসাবির খান, আসিফ রাজা, ইমরান আশরাফ, জাসুম খান এবং বিলাল বাট।
বিদেশি খেলোয়াড়: আন্দ্রে ফ্লেচার (ওয়েস্ট ইন্ডিজ), হুসাইন তালাত (পাকিস্তান), ক্রিশমার সান্তোকি (ওয়েস্ট ইন্ডিজ), কেন্নার লুইস (ওয়েস্ট ইন্ডিজ), আফতাব আলম (আফগানিস্তান), বিলাল ইকবাল (পাকিস্তান), সোমপাল কামি (নেপাল), আব্দুল শাকুর (আরব আমিরাত), আমজাদ গুল (আরব আমিরাত) এবং হামানদ্বীপ সিং (কানাডা)।
হিট স্টর্মার্স
দেশি খেলোয়াড়: ওয়াইজ আহমেদ, রাজা আমির, আন্দ্রি বেরেঙ্গার, ধার্মাং প্যাটেল, ইমরাজ রাফি, তালাল আহমেদ ও আশরাফউল্লাহ খান।
বিদেশি খেলোয়াড়: মনপ্রীত সিং গোনি (ভারত), মোহাম্মদ শেহজাদ (আফগানিস্তান), নাইম ইসলাম (বাংলাদেশ), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), রিশু চোপড়া (ভারত), স্বন্দ্বীপ সিং (সংযুক্ত আরব আমিরাত), স্কট এডওয়ার্ডস (নেদারল্যান্ডস) ডনস্ রানা নাইম আনোয়ার (ওমান)।
পার্ল গ্ল্যাডিয়েটরস
দেশি খেলোয়াড়: ফয়সাল খান, খুররম শেহজাদ, মোহাম্মদ নাফিস, কালান্দার খান ও সাকলাইন আরশাদ।
বিদেশি খেলোয়াড়: মোহাম্মদ সামি (পাকিস্তান), অজান্থা মেন্ডিস (শ্রীলঙ্কা), শারজিল খান (পাকিস্তান), মালিন্দা পুষ্পকুমারা (শ্রীলঙ্কা), আফসার জাজাই (আফগানিস্তান), করিম সাদিক (আফগানিস্তান), ফাহাদ নওয়াজ (আরব আমিরাত), আদিল খান (নেপাল) ও মেহরান খান (ওমান)।
সুইফট গ্যালোপার্স
দেশি খেলোয়াড়: জহির উদ্দিন, এনাম উল হক, সাদিক এনএম, জাইনু ধীন, জাহানজেব আশাদ ও জ্ঞান বিমালসান্থা।
বিদেশি খেলোয়াড়: লুক রাইট (ইংল্যান্ড), কামরান আকমল (পাকিস্তান), ইমরান নাজির (পাকিস্তান), ড্যানজা হায়াত (ওয়েস্ট ইন্ডিজ), শফিকউল্লাহ শাফাক (আফগানিস্তান), রিচমন্ড মুতুম্বামি (জিম্বাবুয়ে), জাহানজেব নাভিদ (পাকিস্তান), আনিশ ট্যান্ডন (আরব আমিরাত), চিরাগ সুরি (আরব আমিরাত) এবং রবিন্দর সিং (কানাডা)।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.