কানে পানি ঢুকলে সহজে বের করার উপায়

কানে পানি ঢুকলে

লাইফস্টাইল ডেস্ক: গোসল কিংবা সাঁতার কাটার সময় সতর্ক থাকলেও অনেক সময়েই কানের ভিতর পানি ঢুকে যায়। অল্পস্বল্প পানি ঢুকলে অত অসুবিধা হয় না। কিন্তু একটু বেশি পানি ঢুকে গেলে সারাদিন অস্বস্তিতে থাকতে হয়। বহু চেষ্টাতেও সেই পানি বের করা যায় না। কানে ভেতর জমে থাকা পানি বধিরতার কারণ হতে পারে এটা অনেকেই জানেন না। তাই অবহেলা না করে চিকিৎসকের কাছে যাওয়ার আগে কানের পুরো পানি বের করার জন্য বাড়িতেই ঘরোয়া উপায়ে চেষ্টা করুন। কিন্তু কীভাবে তা সম্ভব, জানেন?

ঘরোয়া উপায়ে কান থেকে পানি বের করার উপায়গুলো জেনে রাখুন-কানে পানি ঢুকলে

১. ​কানে অল্প জল ঢুকলে চুইংগাম চিবোন। দাঁত, মাড়ি ও কানের পাশের পেশীগুলির ওঠাপড়ায় কানের জল বেরিয়ে আসবে।

২. কানের জল বার করার সবচেয়ে সহজ উপায় স্বাভাবিক শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে তা বার করে ফেলা। জল ঢুকলে একটা লম্বা শ্বাস নিন। এ বার দু’আঙুলে নাকের ছিদ্র বন্ধ করে সেই অবস্থাতেই শ্বাস ত্যাগ করতে চেষ্টা করুন। এই পদ্ধতি বার কয়েক অবলম্বন করলেই কান থেকে জল বেরিয়ে যাবে সহজে।

নিখোঁজ বিমান ৭৭ বছর পর পাওয়া গেল

৩. বাড়িতেই চেষ্টা করুন আর এক নিরাপদ পদ্ধতি। যে কানে জল ঢুকেছে সে দিকে মাথা কাত করুন। এ বার সেই দিকের হাতের তালু জল ঢোকা কানের উপরে রেখে জোরে চাপ দিন। চাপ দিয়ে সরিয়ে নিন হাত। এতে কিছুটা জল বেরিয়ে আসবে। বার কয়েক এমন করতে করতেই কানের সিংহভাগ জলই বেরিয়ে আসে। তবে এতেও সমাধান না হলে অবশ্যই চিকিৎসকের কাছে যাবেন।