কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় নজর কেড়েছেন বলিউডের এখনকার সময়ের জনপ্রিয় মুখ জাহ্নবী কাপুর। তার মাথায় ঘোমটা দেওয়া সাজ ঘিরে শোরগোল পড়ে গেছে ভক্ত-অনুরাগীদের মাঝে। কেউ কেউ বলেছেন, তার এই সাজে উঠে এসেছে তার মা শ্রীদেবীর প্রতিচ্ছবি। কিন্তু জানা গেল, এই উৎসবে যোগ দেওয়ার সময় এক বিশেষ সতর্কতা অবলম্বন করেছিলেন তিনি।
‘কুনজর’ বিষয়টিকে বিশ্বাস করেন শ্রীদেবী-কন্যা। তাই কান-এ যাওয়ার আগে ‘কুনজর’ এড়ানোর কথা ভুলে যাননি অভিনেত্রী। তাই ‘টোটকা’ নিয়েই লাল গালিচায় হেঁটেছেন জাহ্নবী।
এদিন জাহ্নবীর পরনে ছিল তরুণ তাহিলিয়ানির তৈরি পোশাক। ধূসর-গোলাপি রঙের বেনারসি টিস্যু কাপড়ে ছিল ধাতব চাকচিক্য। গলায় মুক্তার মালা। তবে তার সাজের সব থেকে আকর্ষণীয় বিষয়টি ছিল ঘোমটায়। ঘাগরা ও করসেটের মতো পোশাক পেঁচিয়ে ছিল একটি ওড়না।
তারই মাঝের অংশ ঘাড়ের কাছে করা খোঁপা ঘিরে ছিল ঘোমটা— যেন একেবারে ভারতের ট্র্যাডিশনাল বধূ। তবে এর মাঝেও জাহ্নবীর অনুরাগীদের চোখ পড়ে তার হাতের কালো সুতার দিকে।
আর সেই সুতা নিয়েই তারব অনুরাগীদের অনুমান, কুনজর এড়াতেই নাকি এই টোটকার ব্যবহার করেছেন জাহ্নবী। তবে প্রচলিত সূত্রে, কুনজর এড়াতে অনেকেই পায়ে ও হাতে এ ধরনের কালো সুতো বেঁধে থাকেন। সেই একই কাজ করেছেন জাহ্নবীও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।