জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামে কাপড়ে রং মিশিয়ে মরিচের গুড়া তৈরির অভিযোগে নগরীর মিয়াখাঁন নগর এলাকায় জয় মসলা ফুড প্রোডাক্টস নামে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার।
সোমবার (২ সেপ্টেম্বর) অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও জেলা কার্যালয়। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে উপ পরিচালক ফয়েজ উল্যাহ।
তিনি বলেন, অতি নিন্মমানের শুকনো মরিচ ক্রাসিং করে অননুমোদিত টেক্সটাইল রং মিশিয়ে দীর্ঘদিন ধরে বাজারজাত করার অপরাধে জয় মসলা ফুড প্রোডাক্টস প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪২ ধারা মোতাবেক দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে টেক্সটাইল রং মিশ্রিত ভেজাল মরিচের গুড়ো জনসমক্ষে ধ্বংস করা হয়। জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এরূপ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।