জুমবাংলা ডেস্ক : কুমিল্লায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মাকে মেরে মাথা ফাটিয়ে দেয়ার ঘটনায় প্রতিপক্ষের বিচার চেয়ে কাফনের কাপড় ও কেরোসিন নিয়ে মানববন্ধন করেছেন পাঁচ মেয়ে। বিচার না পেলে নিজেদের পুড়িয়ে ফেলার হুমকিও দিয়েছেন তারা।
ভুক্তভোগীরা হলেন- কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের মুরাদ কালিকাপুরের আবদুল জলিলের স্ত্রী আমিরুন নেছা। তার পাঁচ মেয়ে- খোদেজা আক্তার, রেহেনা আক্তার, শাহীনা আক্তার, জাহানারা আক্তার ও তফুরা আক্তার।
সোমবার দুপুরে কুমিল্লা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন ছয় মা-মেয়ে। এ সময় তাদের মাথায় কাফনের কাপড় ও হাতে কেরোসিনের কনটেইনার ছিল।