সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেছেন। ঘটনা ঘটে বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর। সঙ্গে সঙ্গে সেখানে থাকা নিরাপত্তা সদস্যরা ব্যবস্থা নেন।

সৌদি জেনারেল ডিরেক্টরেট অব পাবলিক সিকিউরিটি এক্সে একটি পোস্ট দেয়। সেখানে একটি ভিডিও শেয়ার করা হয়। সংস্থাটি জানায়, নিরাপত্তা বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারা মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করে।
ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি মসজিদ কমপ্লেক্সের ওপরে ৩ তলা থেকে লাফ দেওয়ার চেষ্টা করেন। এ সময় নিরাপত্তা কর্মীরা তাকে থামাতে এগিয়ে যান। তাকে আটকাতে গিয়ে এক নিরাপত্তা কর্মকর্তা আহত হন।
মসজিদুল হারামের নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্স জানায়, ওই ব্যক্তি ও আহত কর্মকর্তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রয়োজনীয় সব আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
মক্কা অঞ্চলের কর্তৃপক্ষ জানায়, ঘটনার পরপরই তদন্ত কার্যক্রম শুরু হয়। তবে ওই ব্যক্তির পরিচয় বা বর্তমান অবস্থার বিষয়ে আর কোনো তথ্য জানানো হয়নি।
The Special Force for the Security of the Grand Mosque responded to a critical incident after an individual threw himself from the upper floors of the Masjid al-Haram.
During the fall, a security officer sustained injuries while heroically attempting to intercept the individual… pic.twitter.com/xFS1HvLBXQ
— The Siasat Daily (@TheSiasatDaily) December 25, 2025
মসজিদুল হারাম সব সময় কঠোর নিরাপত্তার আওতায় থাকে। এখানে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ইউনিট কাজ করে। জরুরি পরিস্থিতি ও জননিরাপত্তা সামলানোর জন্য তারা প্রস্তুত থাকে।
এমন ঘটনা এবারই প্রথম হয়নি। ২০১৭ সালে কাবার কাছে এক সৌদি নাগরিক আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তখন নিরাপত্তা বাহিনী তাকে আটকায়। ২০১৮ সালে তিনটি আত্মহত্যা–সংক্রান্ত ঘটনা নথিভুক্ত হয়। সেসব ঘটনায় লোকজন ওপরের জায়গা থেকে লাফ দেন। ২০২৪ সালেও মসজিদুল হারামের ওপরের তলা থেকে একজন পড়ে যাওয়ার ঘটনা ঘটে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



