আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানের দূতাবাসে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে একজন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। শুক্রবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এএফপি।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এ ঘটনার নিন্দা জানিয়ে একে ‘হত্যা প্রচেষ্টা’ বলে অভিহিত করেছেন।
এক টুইটে তিনি বলেছেন, ‘আমি অবিলম্বে এই জঘন্য কাজের অপরাধীদের বিরুদ্ধে তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’
পাকিস্তান এখনও আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। তবে গত বছরের আগস্টে তালেবান দায়িত্ব নেওয়ার পর দেশটিতে দূতাবাস খোলা রেখেছে এবং একটি সম্পূর্ণ কূটনৈতিক মিশন বজায় রেখেছে ইসলমাবাদ।
দূতাবাসের একজন কর্মকর্তা এএফপিকে বলেছেন, এক হামলাকারী ‘বাড়ির আড়ালে এসে গুলি চালাতে শুরু করে।’
তিনি জানিয়েছেন, রাষ্ট্রদূত ও অন্য সব কর্মীরা নিরাপদ, তবে আমরা সতর্কতা হিসেবে দূতাবাস ভবনের বাইরে যাচ্ছি না।
তালেবান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এ ঘটনার তদন্ত করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।