Advertisement
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈরে মৌচাকে বাংলাদেশ স্কাউটস এর ব্যবস্থাপনায় ‘কাবিং করবো, শান্তির বার্তা আনবো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে ছয় দিনব্যাপী ৯ম জাতীয় কাব ক্যাম্পুরি।
এই ক্যাম্পুরিতে দেশের সকল জেলা এবং উপজেলা থেকে প্রায় ৯ হাজার কাব স্কাউট, কাব স্কাউট লিডার, স্কাউট কর্মকর্তা ও রোভার স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করছেন।
সোমবার (২০ জানুয়ারি) বিকেলে মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ এই ক্যাম্পুরি উদ্বোধন করবেন। আজ এ উপলক্ষ্যে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
উক্ত সংবাদ সম্মেলনে কালিয়াকৈর ও গাজীপুর প্রেস ক্লাবের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। ক্যাম্পুরি আয়োজকদের পক্ষে সাংবাদিক সম্মেলনে ক্যাম্পুরি সম্পর্কিত তথ্য প্রদান করেন ডেপুটি ক্যাম্পুরি চিফ (প্রচার, প্রকাশনা ও ডকুমেন্টেশন) সরোয়ার মোহাম্মদ শাহরিয়ার, ডেপুটি ক্যাম্পুরি চিফ (মানবসম্পদ ব্যবস্থাপনা) মু. তৌহিদুল ইসলাম, ডেপুটি ক্যাম্পুরি চিফ (খাদ্য ব্যবস্থাপনা) কাজী নাজমুল হক, ডেপুটি ক্যাম্পুরি চিফ (সাইট অপারেশন ব্যবস্থাপনা) ফেরদৌস আহমেদ, ডেপুটি ক্যাম্পুরি চিফ (প্রোগ্রাম) মোহাম্মদ আতিকুজ্জামান রিপন, ক্যাম্পুরি সচিব আরশাদুল মুকাদ্দিস, এসিস্ট্যান্ট ক্যাম্পুরি চিফ (আবাসন ও সাজসজ্জা) আমিমুল এহসান খান পারভেজ, সালাহউদ দীন আহমেদ ও মীর মোহাম্মদ ফারুক।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.