Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ইসলামী প্রজাতন্ত্র ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানায়, দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহহিল উজমা খামেনী বলেছেন, এমন কাল্পনিক চরিত্রে হিজাব পরা আবশ্যক নয়। তবে হিজাব ছাড়ার কারণে আমাদের ভয়াবহ অবস্থা হতে পারে। এজন্য অ্যানিমেশন মুভিতেও কার্টুনে নারীকে হিজাব পরিহিতা থাকতে হবে। -আরব নিউজ
১৯৭৯ সালে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার ইরানি নারীদের হিজাব পরা ও সমস্ত দেহ ঢেকে বের হওয়া বাধ্যতামূলক করা হয়েছে। নারীদের মধ্যে যারা সামনের কিছু অংশের চুল উন্মুক্ত রেখে চলে ধর্মীয় পুলিশ তাদেরকে নৈতিক শিক্ষা দেয় দেশটিতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।