আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ছাত্র চৌ চিহুই এমন এক নতুন উপাদান আবিষ্কার করেছেন যা বাতাস থেকে দ্রুত কার্বন ডাই অক্সাইড শোষণ করতে পারে। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে এ আবিষ্কারে।
চীনের হ্যনান প্রদেশে জন্মগ্রহণ করা চৌ চিহুই যে পদার্থটি আবিষ্কার করেছেন তা দেখতে হলুদ রঙের গুঁড়োর মতো। পরীক্ষার সময়, তিনি তার ল্যাবের বাইরে থেকে বাতাস নিয়ে একটি টিউবের মাধ্যমে ওই হলুদ গুঁড়োর সঙ্গে মিশিয়েছিলেন। মাত্র পাঁচ মিনিটের মধ্যেই বাতাসের কার্বন ডাই অক্সাইডের স্তর ৪৬০ থেকে প্রায় শূন্যতে নেমে আসে।
চৌয়ের শিক্ষক বিশ্বখ্যাত রসায়নবিদ ওমর ইয়াগি জানান, হলুদ গুঁড়োটি একশবার ব্যবহার করার পরও এর কার্যক্ষমতা নষ্ট হয়নি। শোষণ করা কার্বনকে নিরাপদে স্থানান্তর করার পর বারবার এটি ব্যবহার করা যাবে।
চৌ ইতোমধ্যে আরও উন্নতমানের হলুদ গুঁড়ো আবিষ্কার করেছেন যা আগের পদার্থটির চেয়ে অন্তত চারগুণ বেশি গ্যাস শোষণ করতে পারে। উপাদানটিকে শিল্প কারখানায় ব্যবহারযোগ্য করে তোলার চেষ্টা চালাচ্ছেন তিনি।
সূত্র: সিএমজি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।