কার্যকরী উপায়ে জিন সিকোয়েন্সিং শেখার সুযোগ যেখানে

জিন সিকোয়েন্সিং

বায়োইনফরমেটিকস ও জিনোমিকসের বিস্ময়কর দুনিয়া স্কুল ও কলেজের শিক্ষার্থীদের সামনে মেলে ধরতে আয়োজিত হচ্ছে স্কুল অব বায়োইনফরমেটিক্স। আগামী ১৩-২৮ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডির মাকসুদুল আলম বিজ্ঞানাগারে এটি আয়োজিত হবে। এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, গবেষক এবং বিজ্ঞানীরা।

জিন সিকোয়েন্সিং

সাত দিনের এই ক্যাম্পে শিক্ষার্থীরা হাতে-কলমে ডিএনএ, জিন এবং বায়োইনফরমেটিকসের বিভিন্ন টুল ব্যবহারের নানা দিক সম্পর্কে শেখার সুযোগ পাবে। পাশাপাশি ডিএনএ সিকোয়েন্সিং, সিকোয়েন্স অ্যালাইনমেন্ট ও জেনেটিক ডেটা বিশ্লেষণের ক্লাস থাকবে। প্রতিদিন ২টি করে মোট ১৪টি সেশন হবে এ ক্যাম্পে।

ডিএনএ ও জিন কীভাবে আমাদের কোষ গঠন করে, কীভাবে ডিএনএতে থাকা তথ্য ব্যবহার করে জেনেটিক রোগ চিহ্নিত করা হয়, তা জানতে পারবে শিক্ষার্থীরা। পাশাপাশি জেনেটিক ডেটার ভিত্তিতে ব্যক্তিগত চিকিৎসার নতুন সম্ভাবনার বিষয়েও আলোচনা করবেন গবেষকেরা।

মোট দুটি ক্যাটাগরিতে সর্বোচ্চ ২৫ জন করে শিক্ষার্থী নেওয়া হবে এই কর্মশালায়। ৬ষ্ঠ–৮ম শ্রেণির শিক্ষার্থীরা জুনিয়র ক্যাটাগরিতে ও ৯ম–১১শ শ্রেণির শিক্ষার্থীরা সিনিয়র ক্যাটাগরিতে অংশগ্রহণ করবে। তবে এ জন্য ৩০০ টাকা ফি দিয়ে নিবন্ধন করতে হবে। ক্যাম্প শেষে শিক্ষার্থীরা নিজেরা প্রজেক্ট তৈরি করবে এবং ২০২৫ সালের জানুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে তা উপস্থাপন করবে।

স্কুল অব বায়োইনফরমেটিক্স যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি, গ্লোবাল নেটওয়ার্ক অব বাংলাদেশি বায়োটেকনোলজিস্টস এবং মাকসুদুল আলম বিজ্ঞানাগার। এ ছাড়াও সহযোগিতায় আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগ, প্ল্যান্ট বায়োটেকনোলজি ল্যাব, সেন্টার ফর বায়োইনফরমেটিক্স লার্নিং অ্যাডভান্সমেন্ট অ্যান্ড সিস্টেমেটিক ট্রেনিং ও কাইরাল বাংলাদেশ।