জুমবাংলা ডেস্ক: সরকারের পাশাপাশি করোনা প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত বিধবা, প্রতিবন্ধী দুস্থ ও অসহায়দের পাশে দাঁড়িয়েছে বেসরকারি সংস্থাগুলোও। সহায়তা প্রদানের ধারাবাহিকতায় জয়পুরহাটের কালাইয়ের জিন্দারপুর ইউনিয়নের ২শ ১১ জন প্রতিবন্ধী, দুস্থ, বিধবা ও অসহায়দের মাঝে মঙ্গলবার সকালে খাদ্যাসামগ্রী বিতরণ করেছে ’গুড নেইবারস বাংলাদেশ’ নামে একটি বেসরকারি সংস্থা।
উপজেলার ওই সংস্থার নিজস্ব কার্যালয় চত্বরে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব প্রতিবন্ধী, দুস্থ, বিধবা ও অসহায় মানুষের মাঝে চাল, ডাল, তৈল, লবণ, সাবান সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ি হসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন কালাই উপজেলা পরিষদের মহিলা-ভাইস চেয়ারম্যান সাবানা আক্তার, জিন্দারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, উপজেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলার গুড নেইবারস বাংলাদেশ কালাই কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোজেক্ট ম্যানেজার শারমিন নাসরিন ও সিনিয়ার প্রোগ্রাম অফিসার জাকির হোসেন, এডমিন অফিসার আসমান আলী, ইন্টার্ন প্রোগ্রাম অফিসার মনির হোসেন প্রমুখ। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।