Advertisement
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে একটি দেশিয় তৈরি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ রফিকুল ইসলাম নামে এক যুবককে গেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত রফিকুল ইসলাম (৩৪) কালিয়াকৈর উপজেলার সিনাবহ এলাকার মৃত আক্কাছ আলীর ছেলে।
কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) মনিরুজ্জামান খান জানান, মঙ্গলবার বিকেলে উপজেলার সিনাবহ সরকারপাড়া করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রফিকুলকে গ্রেফতার করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
জুমবাংলানিউজ/আরএস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।