নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: সাম্প্রতিক সময়ে বিএনপি, জামাত-শিবিরের সন্ত্রাসী ও ধ্বংসাতœক কর্মকান্ডের প্রতিবাদে গাজীপুরের কালীগঞ্জে যৌথ কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুলাই) সকালে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে স্থানীয় আ’লীগ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান এমপি।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শরীফুল ইসলাম সরকার তোরণের সভাপতিত্বে কর্মিসভায় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা কেবিএম মফিজুর রহমার খান, এ্যাড. আশরাফী মেহেদী হাসান, আব্দুল গনি ভূঁইয়া, শফিউল কাদের নান্নু, মোজাম্মেল হক, আফসার হোসেন, বাদল হোসেন, আশরাফউজ্জামান প্রমুখ।
এ সময় গাজীপুর জেলা, কালীগঞ্জ উপজেলা, পৌর এবং বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।