নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জে ৮টি ইটভাটায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। অভিযানে ওই ইটভাটাগুলোর প্রত্যাকটিকে ১ লাখ টাকা করে মোট ৮ লক্ষ টাকা অর্থদন্ড করা হয়েছে। কালীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারী) সন্ধ্যায় স্থানীয় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক।
জানা গেছে, দুপুর থেকে বিকেল পর্যন্ত কালীগঞ্জ পৌর এলাকার মূলগাঁও ও ঘোনাপাড়া এলাকাযর ৮টি ইটভাটা অভিযান পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসন।