জুমবাংলা ডেস্ক: গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ভাদার্ত্তী এলাকার ‘এইচ কিউ লিড’ ব্যাটারি ফ্যাক্টরিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। পরিবেশ দূষণের দায়ে এই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা অর্থদন্ড করা হয়। রবিবার (২৫ আগস্ট) দুপুরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি জুমবাংলাকে নিশ্চিত করেছেন।
শনিবার (২৪ আগস্ট) দুপুরে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস. এম. তরিকুল ইসলামের নির্দেশে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহীনুর ইসলামের তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান।
অতিরিক্ত দূষক নির্গমণ করায় এইচ কিউ লিড ফ্যাক্টরি লিমিটেডকে পরিবেশ দূষণ আইন ১৯৯৫ এর ৬নং ক্রমিক অনুসারে এ অর্থদন্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতে পরিবেশ অধিদপ্তর গাজীপুর এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা সহযোগিতা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।