নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে কওমী ওলামা পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে কওমী কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে কালীগঞ্জ-ঘোড়াশাল-নরসিংদী বাইপাস সড়কসহ কয়েকটি সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পূর্ব ঘোষণানুযায়ী সকাল থেকে কালীগঞ্জ কওমী ওলামা পরিষেদর বিভিন্ন ইউনিয়ন ও পৌর শাখার নেতৃবৃন্দ সরকারী কালীগঞ্জ শ্রমিক কলেজ মাঠে ও কালীগঞ্জ আরআরএন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হয়। পরে কালীগঞ্জ-ঘোড়াশাল-নরসিংদী বাইপাস সড়কসহ উপজেলার কয়েকটি সড়কে তারা মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে উপজেলার বিভিন্ন মসজিদের খতিব, ইমাম, মোয়াজ্জেন, খাদেম, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও নানা শ্রেণি-পেশাসহ প্রায় দশ সহা¯্রাধীক মানুষ এতে অংশ গ্রহণ করেন।
কালীগঞ্জ উপজেলা কওমী ওলামা পরিষদের সভাপতি মাওলানা আবদুস সাত্তারের সভাপতিত্বে ও মহাসচিব গাজী রুহুল আমীন কাসেমীর পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন- মাওলানা মতিউর রহমান গাজীপুরী, মাওলানা মোশারফ হোসেন, মুফতি নাসির উদ্দীন, মুফতি এমদাদুল হক, মীর মোফাজ্জল হোসেন, মাওলানা আবু হানিফ, মুফতি আব্দুল হালিম, আব্দুল হাফিজ, ইসমাইল মির্জা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা, খতমে নবুওয়াতের বিশ্বাস অস্বীকার, নবুওয়াত দাবী, নবীগনের সাথে বেয়াদবি ও অশালীন বক্তব্য, মুসলমানদেরকে কাফির বলা ও অকথ্য ভাষায় গালিগালাজ করায় আহমদিয়া মুসলিম জামাত তথা কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি জানান।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel