নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : জ্ঞান ফিরেছে ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের কালীগঞ্জ পৌর এলাকার কাপাসিয়ার মোড় সংলগ্ন তুমলিয়া রেল ক্রসিংয়ে ট্রেনের ছাদ থেকে পড়ে যাওয়া সেই কিশোর সাকিবের (১৭)। তবে নিজের নাম সাকিব ও বাড়ী টঙ্গীতে এ ছাড়া আর কিছুই বলতে পারছে না সে।
বৃহস্পতিবার (৫ নভেম্ব) দুপুরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক (আরএমও) সঞ্জয় দত্ত এমনটিই জানালেন। পরে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের পুরুষ ওয়ার্ডে গিয়ে ৩নং বেডের আহত ওই কিশোরের সাথে কথা বলেও মিলল ঘটনার সত্যতা।
জানা গেছে, গত (৩১ অক্টোবর) দুপুরে ট্রেনের ছাদ থেকে পড়ে যায় কিশোর সাকিব। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ঘটনার পর থেকে ৫ দিন অজ্ঞান ছিল সাকিব। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকে স্থানীয়ভাবে ওই কিশোরকে নিয়ে কয়েকজন ফেজবুক ব্যবহারকারী তাদের ওয়ালে মানবিক পোস্ট করেন। বিষয়টি দেখে কালীগঞ্জ স্বদেশী-প্রবাসী কল্যাণ ফোরাম, ভাদার্ত্তী আলোকিত সংঘ, কালীগঞ্জ উন্নয়ন সংগঠন নামের স্থানীয় তিনটি সামজিক সংগঠন এগিয়ে আসেন। সংগঠন তিনটি ওই কিশোরকে খাদ্য, ঔষধ ও জামা-কাপড় দিয়ে সহযোগীতা করেন। এছাড়াও হাসপাতালের ডাক্তারদের কাছে সব সময় তার খুঁজ-খবর নিচ্ছেন।
কালীগঞ্জ স্বদেশী-প্রবাসী কল্যাণ ফোরামের সভাপতি মো. জসিম উদ্দিন জানান, ফেজবুকে মানবিক পোস্ট দেখে ওই কিশোরের সহযোগীতায় সামাজিক দায়বদ্ধতা থেকে এগিয়ে এসেছি।
কিশোর সাকিবের ব্যাপারে কথা হয় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক (আরএমও) সঞ্জয় দত্তের সাথে। তিনি প্রতিবেদককে জানান, শুরু থেকে ছেলেটি অজ্ঞান ছিল এখন তার জ্ঞান ফিরেছে। তবে নিজের নাম সাবিক, বাড়ী টঙ্গী ছাড়া আর কিছুই বলতে পারছে না সে। তবে বিয়ষটি নিয়ে সহযোগীতা চেয়ে স্থানীয় থানা ও রেলওয়ে পুলিশের সাথে কথা বলেছেন বলেও জানান তিনি।
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে তার মাথায় বড় ধরণের কোন আজ্ঞাত পেয়েছে। তবে উন্নয়ন চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেলে ভাল হত। কিন্তু কাছে পরিবারের কোন সদস্য না থাকায় তাকে পাঠানোও যাচ্ছে না।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হকের সাথে কথা হলে তিনি প্রতিবেদককে জানান, বিষয়টি নিয়ে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা এবং টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সাথে যোগাযোগ করছেন। আশা করছেন কিশোর সাকিবকে তার পরিবারের হাতে তুলে দিতে পারবেন। পাশাপাশি বিষয়টি তার পরিবার বা পরিচিত কারো দৃষ্টি গোচর হলে কালীগঞ্জ থানায় যোগাযোগের (০১৩২০০৯২৪৭৫, ০১৩২০০৯২৪৮০)জন্য অনুরোধ করেছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।