নিজস্ব প্রতিবেদক, গাজীপুর গাজীপুরের কালীগঞ্জে নানার বাড়ির মুরগির পোল্ট্রি ফার্মে আইপিএসের লাইনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে মো. ফাহিম ওঝা (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
Advertisement
মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন। এর আগে একই দিন দুপুরে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ধোলাসাধুখাঁ গ্রামের ওঝা বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ফাহিম ওঝা উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ধোলাসাধুখাঁ গ্রামের তাইজুদ্দিন ওঝার ছেলে। তিনি স্থানীয় একটি শিল্পপ্রতিষ্ঠানে শ্রমিকের কাজ করতো।
ওসি জানান, দুপুরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে থানায় ফোন করলে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে। পরে কোনো অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে স্বজনদের কাছে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।