নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: ”নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” প্রতিপাদ্যে গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তনিমা আফ্রাদ। এতে সভাপরিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার।
সভায় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মঞ্জুর-ই-এলাহী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মো. ইউসুফ হাবীব, কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসলিম, সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।