নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জে নন-এমপিও ৮০ জন কলেজ, মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রণোদনা বিতরণ করা হয়েছে।
কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সম্মেলন কক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি প্রধান অতিথি হিসেবে প্রণোদনার এ অর্থ বিতরণ করেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিকের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাতের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাকসুদ-উল আলম মাসুদ।
জানা গেছে, উপজেলার নরুন টেকনিক্যাল এন্ড বিএম কলেজের ১১ জন শিক্ষক, একজন অফিস সহায়ক, ও বিভিন্ন মাদ্রাসার ৫৬ জন শিক্ষক, ১৩ জন কর্মচারীদের মধ্যে প্রধানমন্ত্রীর প্রণোদনার অর্থ হিসেবে প্রত্যেক শিক্ষককে ৫ হাজার টাকা ও কর্মচারীদের আড়াই হাজার টাকা করে দেয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।