নিজস্ব প্রতি্েদক, গাজীপুর :শিক্ষা ক্ষেত্রে এবং সমাজ সেবায় অসামান্য অবদান রাখার জন্য গাজীপুরের কালীগঞ্জে দুই বিশিষ্ট ব্যক্তি মর্যাদাবান বেগম রোকেয়া শাখাওয়াত গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২১ অর্জন করেছেন।
শিক্ষায় বিশেষ অবদানের জন্য উপজেলার নাগরী ইউনিয়নের সেন্ট নিকোলাস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার প্রদীপ লুইস রোজারিও সিএসসি এবং সমাজ সেবায় বিশেষ অবদানের কালীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রুথ রোজারিও গত ৩১ মার্চ এই সম্মানজনক পদক গ্রহণ করেন তাঁরা।
শুক্রবার (০২ এপ্রিল) সকালে পৃথকভাবে বিষয়টি নিশ্চিত করেছেন প্রদীপ লুইস রোজারিও এবং শর্মিলা রুথ রোজারিও।
রাজধানী ঢাকার পুরানা পল্টনের ইকনোমিক রিপোটার্স ফোরাম মিলনায়তনে বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে এই পদক বিতরণ করা হয়। এ সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ আলম চুন্নু, মহাসচিব এম. এইচ আরমান চৌধূরীসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
রোকেয়া সাখাওয়াত হোসেনের স্বপ্ন ছিল সমাজে নারী-পুরুষ সমান মর্যাদা আর অধিকার নিয়ে বাঁচবে। সেই স্বপ্নের কথাই তিনি লিখে গেছেন তাঁর গল্প-উপন্যাস-প্রবন্ধগুলোতে। নারীশিক্ষার প্রসারে কাজ করে গেছেন আমৃত্যু। নারী শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা, তাঁদের ক্ষমতায়ন, ভোটাধিকারের জন্য লড়াইটা এই বাংলায় রোকেয়াই শুরু করেছিলেন।
১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের পায়রাবন্দে এক জমিদার পরিবারে রোকেয়ার জন্ম হয়। রোকেয়া খাতুন, রোকেয়া সাখাওয়াত হোসেন, মিসেস আর এস হোসেন নামেও লিখতেন এবং পরিচিত ছিলেন তিনি। ঊনবিংশ শতকে নারীরা যখন অবরোধবাসিনী, সেই সময়ে নারীর পরাধীনতার বিরুদ্ধে তিনি আওয়াজ তুলেছেন। ১৯৩২ সালের ৯ ডিসেম্বর মৃত্যু বরণ করেন নারী জাগরনের এই অগ্রদূত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।