নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। শোভাযাত্রা, বেলুন উড়ানো ও আলোচনা সভার মধ্য দিয়ে রোববার (০৬ জুন) ভূমি সপ্তাহ পালিত হয়েছে। ৬ জুন থেকে ১০ জুন পর্যন্ত এ ভূমি সেবা সপ্তাহ চলবে।
কালীগঞ্জ উপজেলার ভূমি কার্যালয়ের আয়োজনে সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় বেলুন উড়িয়ে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিনা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী বেলাল হোসেন সরকার, কালীগঞ্জ উপজেলার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমানসহ কালীগঞ্জ পৌর ও বিভিন্ন ইউনিয়ন ভূমি কার্যালয় এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।