নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে পৌর এলাকার শহীদ ময়েজউদ্দিন ফেরীঘাট সংলগ্ন দেওপাড়া গ্রামে প্রধান অতিথি হিসেবে এর ভিত্তি প্রস্তর করেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি।
এ সময় গাজীপুর গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী স্বপন চাকমা, ইসলামী ফাউন্ডেশন গাজীপুর জেলার উপ-পরিচালক আব্দুল্লাহ আল মাসউদ, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, গাজীপুর জেলা পরিষদের সদস্য শফিউল কাদের নান্নু, তাসলিমা রহমান লাভলী, আওয়ামী লীগ নেতা মাজেদুল ইসলাম সেলিম, শরীফুল ইসলাম কনক, আমিনুল ইসলাম, এসএম রবিন হোসেন, কামরুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে, ৩ তলা বিশিষ্ট এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৩ কোটি টাকা। যার বাস্তবায়ন করবেন ইসলামীক ফাইন্ডেশন ও গণপূর্ত অধিদপ্তর। এতে মহিলাদের নামাজের ব্যবস্থা ছাড়াও ইমাম প্রশিক্ষণ, ইসলামীক লাইব্রেরী, ইসলামী গবেষনার ব্যবস্থা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।