নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে মেডিকেল সরঞ্জামাদি এবং পিপিই সামগ্রী প্রদান করেছে সাইফ পাওয়ারটেক।
বৃহস্পতিবার (১৮ ফেব্রæয়ারী) বিকেলে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. মিনহাজ উদ্দিন মিয়ার হাতে সরঞ্জামাদি ও পিপিই সামগ্রী তুলে দেন প্রতিষ্ঠানটির পরিচালক তরফদার মো. সাইফ।
সরঞ্জামাদির মধ্যে ছিল হাই ফ্লো অক্সিজেন নলেজ ক্যানোলা ২ সেট, অক্সিজেন সিলিন্ডার (আনুসাঙ্গিক সরঞ্জামাদিসহ) ৪০ পিস, পিপিই (ডাক্তার মান) ২৫ পিস, পিপিই (সাধারণ মান) ৫০ পিস, পেইস মাস্ক ২ হাজার, হ্যান্ড গøভস ৪শ পিস, থার্মাল স্ক্যানার ৪ পিস, হ্যান্ড সেনিটাইজার ৫ লিটার ও আই সিল্ড ২০ পিস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিনা আক্তার। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাইফ পাওয়ারটেকের নির্বাহী পরিচালক ফারুক আহমেদ, স্থানীয় আওয়ামী লীগ নেতা এ্যাড. আশরাফী মেহেদী হাসান, এইচএম আবুবকর চৌধূরী, সাজ্জাদ হোসেন খান রিপন প্রমুখ। এ সময় বক্তারপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আকন্দ ফারুক, জামালপুর সাবেক ইউপি চেয়ারম্যান খাইরুল আলম, স্থানীয় গণমাধ্যম কর্মী, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।