নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জে সাড়ে ৩ হাজার কৃষককে কৃষি প্রনোদনা হাইব্রিট জাতের ধানের বীজ দেওয়া হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ২০২০-২০২১ অর্থ বছরে রবি মৌসুমে বোরো ধানের হাইব্রিট জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বুদ্ধির জন্য বিনামূল্যে বীজ সহায়তার প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ প্রনোদনা দেওয়া হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক। এ সময় কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে, উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট সাড়ে ৩ হাজার কৃষকের প্রত্যেককে ২ কেজি করে বোরো ধানের হাইব্রিট জাতের ধানের বীজ বিতরণ করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।