নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে উপজেলার বেকার যুবক ও যুব মহিলাদের মাঝে ঋণের চেক বিবতরণ করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা যুব অধিদপ্তরের উদ্যোগে স্থানীয় প্রশিক্ষিত ১২ জন বেকার যুবকদের মধ্যে ৮ লক্ষ ৮০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এম.পি।
এর আগে দিবসটি উপলক্ষে ‘‘মুজিব বর্ষের আহবান, যুব কর্মসংস্থান’’ প্রতিপাদ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাহিনা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান এ্যাড. মাকসুদ-উল আলম খান, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, যুব উন্নয়ন অফিসার জহির উদ্দিন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান ও যুব উন্নয়ন সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে চুমকি বলেন, যুব শব্দের মানেই হচ্ছে উদ্বীপ্ততা। এরা যেখানে হাত দিবে সেখানেই উন্নতি হবে। দেশ এগিয়ে যাচ্ছে এর সাথে সাথে যুবকদেরও বিভিন্ন কারিগরি কাজে দক্ষতা অর্জন করে দেশকে সামনের দিকে উন্নয়নের চরম শিখায় নিয়ে যেতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।