নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় রতন দে (৫৫) নামের এক স্টুডিও মালিক নিহত হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী রেলওয়ে ফুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসএই) মো. শহিদুলহ। এর আগে একই দিন সকালে ঢাকা-টঙ্গী-ভৈরব রেল সড়কের কালীগঞ্জ উপজেলার বালীগাঁও (নাভান প্লাস্টিক কারখানা সংলগ্ন) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রতন দে কালীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড পূর্ব বালীগাঁও গ্রামের মৃত মনিন্দ্র দের ছেলে। তিনি কালীগঞ্জ উপজেলা সড়কে (স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে) স্টুডিওর ব্যবসা করতেন। তার স্টুডিওর নাম মিতা স্টুডিও।
এসএই বলেন, রতন দে সকালে রেল লাইন দিয়ে হাঁটছিল। এ সময় ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনের সাথে মাথায় ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ ঘটনায় নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্থান্তর করা হয়েছে।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে এসআই মো. সেলিম শেখকে পাঠানো হয়েছে। এটি রেলের ঘটনা হওয়ায় রেলওয়ে পুলিশকে মরদেহ হস্থান্তর করেছে থানা পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।