নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: বিশ্বব্যাপী কোবিট-১৯ বাংলাদেশেও মহামারী আকার ধারণ করেছে। আর দেশব্যাপী করোনা ভাইরাস প্রতিরোধে গাজীপুরের কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক জেলা পুলিশের নির্দেশনা ছাড়াও নিজের লিখনিতে স্থানীয় মানুষকে সচেতন করার চেষ্টা করে যাচ্ছেন। এবার তিনি করোনা নিয়ে লিখে ফেললেন তাঁর ৪ নম্বর কবিতা করোনা যুদ্ধে বাংলাদেশ।২০ লাইনের এই কবিতায় তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের বাংঙালী জাতির স্বাধীকার আন্দোলন পর্যন্ত বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রামের জয়ের কথা উল্লেখ্য করে এ্ই করোন যুদ্ধে বাংলাদেশ জয়ী হবার প্রত্যাশা করেন।
শনিবার দিবাগত গভীর রাতে (১২ এপ্রিল) লেখা কবিতাটি ইতিমধ্যে ওসি তার নিজের ব্যক্তিগত এবং কালীগঞ্জ থানার অফিসিয়াল ফেজবুক আইডিতে শেয়ার করা হয়েছে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হকের ব্যতিক্রম এই উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন। ছন্দে ছন্দে লিখা করোনা যুদ্ধে বাংলাদেশ কবিতাটিতে তাঁর আত্মবিশ্বাস দেখে স্থানীয়রা করোনা নিয়ে জয়ের অনেকটাই আত্মবিশ্বাসী।
এর আগেও তিনি করোনা ভাইরাস নিয়ে তিনটি কতিবা লিখেছেন। এর একটিতে তিনি বিদেশ ফেরতদের প্রতি অনুরোধ জানান, একটিতে সমাজের সকলের প্রতি অনুরোধ জানান এবং অন্যটিতে করোনা নিয়ে করার কাছেই তিনি প্রশ্ন রাকেণ। কবিতা তিনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ভাইরাল হয় এবং মানুষের মাঝে কিছুটা সচেতনতা ও আশার সঞ্চার হয়।
করোনা যুদ্ধে বাংলাদেশ
—এ.কে.এম মিজানুল হক
কোভিড-১৯ বা করোনা ভাইরাস যে নামেই ডাকিনা কেন
এখন পর্যন্ত তোমার শক্তির কাছে সর্বশক্তি পরাজিত।
তোমার আঘাতে আজ লন্ডভন্ড দুনিয়ার আকাশ বাতাস
বিলিয়ন বিলিয়ন মানুষ ঘরে বসে মানসিকভাবে আহত ।
তোমার বিরুদ্ধে মনুষ্য যুদ্ধের এখন পর্যন্ত নাকি মূলমন্ত্র
বারবার সাবান দিয়ে হাতমুখ ধুয়ে থাকতে হবে পরিচ্ছন্ন।
সেইসাথে নিজেকে রাখতে হবে ঘরের মধ্যে অবরুদ্ধ
যদিও গবেষকরা বলছে করোনার বৈশিষ্ট্য দেশভেদে ভিন্ন।
করোনা যুদ্ধে ২০ কোটি বাঙ্গালী আবাল বৃদ্ধ বণিতা সকল যোদ্ধা
স্বাস্থ্যবিধি মেনে পরিচ্ছন্ন অবস্থায় সকলেই ঘরে আবদ্ধ থাকব।
আতংক নয় দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে আক্রান্ত ও মৃত্যুহার কমাতে
জরুরি প্রয়োজনে বের হলে সামাজিক দুরত্ব বজায় রেখে চলব।
সোনার বাংলা এখন আর গরীব নয়, উন্নয়নশীল দেশ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন রাষ্ট্র ক্ষমতায়।
তিনি নির্দেশনাও দিয়েছেন যেন নিম্নবিত্ত ও মধ্যবিত্ত
সবার ঘরেঘরে ক্ষুধা নিবারণে খাদ্য সামগ্রী পৌছায়।
উন্নত রাষ্ট্রের পাশাপাশি শ্যামল বাংলায় করোনা ছড়ালেও
৫২ থেকে ৭১ই প্রমাণ-বীর বাঙ্গালী যুদ্ধকে করেনা ভয়।
জনগন ঘরে, সেবায় ডাক্তার, বাহিরে আইনশৃঙ্খলা বাহিনী
নিশ্চিত বলতে পারি করোনা যুদ্ধেও বাঙ্গালীর হবে জয়।।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক বলেন, আসলে আমি নিতান্তই ভাললাগা থেকেই লেখালেখি করি। তবে আমার লেখা করোনা নিয়ে লিখা কবিতায় যদি স্থানীয় একটি মানুষও সচেতন বা আত্মবিশ্বাসী হয় তাহলেই নিজের লেখার স্বার্থকতা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।