জুমবাংলা ডেস্ক: চিকচিকে কালো দেহের উপর সাদা রংয়ের দাগ কাটা, বাঁকানো শিং আর লম্বা কানওয়ালা রাজার দাম হাঁকা হয়েছে ৮০ হাজার টাকা।
সোমবার বাউফলের কালাইয়া পশুর হাটে বিক্রি করতে আনা একটি খাসির ওই দাম হাঁকায় অনেকেই ছাগলটি একনজর দেখতে ভিড় করেন। মো. নুরুল হক নামের এক খামারি ছাগলটি সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে লালন-পালন করেছেন।
রাজার মালিক মো. নুরুল হক জানান, রাজা আমার নিজস্ব খামারেই বড় হয়েছে। মানবদেহের জন্য ক্ষতিকর কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ছাড়াই স্বাভাবিক খাদ্য খাওয়ানো হয় রাজাকে। ছাগলটির ৮০ হাজার টাকা দাম চাওয়া হয়েছে। তবে ক্রেতার দেখা এখনো মিলছে না।
ছাগল হাট ঘুরে দেখা যায়, হাটে অনেক ছাগল এসেছে। তবে বেচা-কেনা তুলনামূলক কম। দামও কম। দেশি জাতের মাঝারি খাসি বিক্রি হচ্ছে ৯ থেকে ১০ হাজার টাকা এবং বড় খাসি বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ হাজার টাকায়।
ক্রেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, বড় খাসির চাহিদা কম।
মো. খোরশেদ নামের এক বিক্রেতা জানান, ৪টি খাসি আনা হয়েছে। একটি বিক্রি করা হয়েছে। হাটে ক্রেতা খুবই কম। ক্রেতা স্বল্পতার কারণে লোকসানের মুখে পড়ার আশঙ্কা করছেন তিনি।
কালাইয়া ছাগল হাটের ইজারাদার মো. মাসুম বিল্লাহ শাহিন বলেন, কালাইয়া পশুর হাট দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ হাট। দূর-দূরান্ত থেকে মানুষ ছাগল কেনা-বেচা করতে এ হাটে আসেন। তাদের নিরাপত্তার কথা চিন্তা করে হাট কর্তৃপক্ষ পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।