Advertisement

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক হচ্ছে না।
আজ রবিবার (২২ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব (মন্ত্রিসভা বৈঠক অধিশাখা) মনিরা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মুজিববর্ষে সংসদের বিশেষ অধিবেশন থাকায় সোমবারের মন্ত্রিসভা বৈঠকের সূচি আগে থেকেই নির্ধারিত ছিল না। তবে সংসদের বিশেষ অধিবেশন স্থগিত হলেও আগামীকাল সোমবার মন্ত্রিসভার কোনো বৈঠক নেই।
সাধারণত প্রতি সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক হয়। প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকলে মন্ত্রিসভার কোনো বৈঠক হয় না। এছাড়া প্রধানমন্ত্রী চাইলে যে কোনো সময় মন্ত্রিসভার বিশেষ বৈঠক আহ্বান করতে পারেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



