জুমবাংলা ডেস্ক : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ১-এ হাবিবুর রহমান (৩৯) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
হাবিবুর রহমান ময়মনসিংহের গৌরীপুর থানার শিবলা মানিহারকান্তা এলাকার মো. রহম আলীর ছেলে। মাদক মামলায় বন্দি ছিলেন তিনি।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার রীতেশ চাকমা জানান, দুপুরে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন হাবিবুর রহমান। তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসা শেষে ফের কারাগারে আনা হয় তাকে। এর পর সন্ধ্যায় আবারো তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে আবারো শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে রাত সাড়ে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
গত ৩০ জানুয়ারি থেকে ওই কারাগারে বন্দি ছিলেন হাবিবুর রহমান। মোবাইল কোর্টের মামলায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় তাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।