নিজস্ব প্রতিবেদক, গাজীপুর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার হতে পলাতক হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদী সোহাগ হাওলাদারকে যৌথ অভিযান চালিয়ে ঢাকার কেরানীগঞ্জ হতে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সকালে র্যাব-১ গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের সহকারী পরিচালক মাহফুজুর রহমান।
গত ৬ আগস্ট কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভিতরে থাকা কারাবন্দিরা দাঙ্গা-হাঙ্গামা শুরু করে এবং কারাগারের ভেতরে ডিউটিরত কারারক্ষীদের জিম্মি করে পালানোর চেষ্টা করে এবং সকল ভবনের কারাবন্দিরা ভবন থেকে বের হয়ে একত্রিত হয়ে ভাংচুর, দাঙ্গা হাঙ্গামা ও অগ্নিসংযোগ শুরু করে। এমতাবস্থায়, চলামান দাঙ্গা হাঙ্গামার মধ্যে কারাবন্দি হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত কয়েদী সোহাগ হাওলাদার(৩৩)সহ অন্যান্য কারাবন্দিরা কারাভ্যন্তরে বৈদ্যুতিক পিলার ভেঙে মই বানিয়ে বাউন্ডারীর উপর দিয়ে কারাগারের পশ্চিম দিক দিয়ে পালিয়ে যায়। এই ঘটনার পর কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে জেলার লুৎফর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে র্যাব-১, পোড়াবাড়ী ক্যাম্প এর আভিযানিক দল বিষয়টি আমলে নিয়ে ছায়াতদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে গাজীপুর গোপন সংবাদের ভিত্তিতে মৃত্যুদন্ডপ্রাপ্ত কয়েদী সোহাগ হাওলাদার(৩৩)কে ঢাকা জেলার কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী‘কে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিএমপি, গাজীপুর কোনাবাড়ী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
ভিসি হিসেবে স্বৈরাচারের দোসরকে নিয়োগ দিলে মানবেন না শিক্ষার্থীরা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।