Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : জম্মু-কাশ্মীরের উরি সেক্টরে পাকিস্তানি বাহিনীর গুলিতে ১ ভারতীয় সেনা জওয়ান নিহত হয়েছেন। এ সময় পাকিস্তানি সেনারা ভারতীয় সেনাবাহিনীর বেশ কয়েকটি পোস্টের পাশাপাশি সীমান্তবর্তী গ্রামকেও টার্গেট করে।
গতকাল বুধবার পাকিস্তানি বাহিনী জম্মু-কাশ্মীরের বারামুল্লার উরি সেক্টরে নিয়ন্ত্রণরেখায় প্রবল গুলিবর্ষণ করে। পাক বাহিনীকে উপযুক্ত পাল্টা জবাব দেওয়ার সময় এক ভারতীয় সেনা সদস্য নিহত হন।
এদিকে, জম্মু-কাশ্মীর থেকে সে রাজ্যের বাসিন্দাদের জন্য বিশেষ সুবিধা সম্বলিত ৩৭০ ধারা বাতিল করে দেওয়ার সাড়ে চার মাস পরে উপত্যকা থেকে ৭২ কোম্পানি আধাসামরিক বাহিনীর জওয়ান প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর কাশ্মীর থেকে ৭ হাজার জওয়ানকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় ভারত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।