আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার বলতে যা বোঝায় কাশ্মীরে তা এখন বিপন্ন। পার্লামেন্টে এই মন্তব্য করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব।
তার মতে, কাশ্মীর সমস্যা ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব ও শিমলা চুক্তি মেনে সেই সমস্যা তাদেরই মেটাতে হবে। কিন্তু কাশ্মীরের মানবাধিকারের বিষয়টি আন্তর্জাতিক।
Advertisement
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সমাজের একটা সার্বিক দায়িত্ব আছে। আমরা অবশ্যই পরিস্থিতি খতিয়ে দেখব এবং অধিকারগুলো রক্ষিত হচ্ছে কি না সেদিকে নজর রাখবো। এছাড়া আরো অনেক এমপি কাশ্মীরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


