জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানের তরফ থেকে ফায়ারিং শুরু হয়েছে ৷ ভারতীয় সেনারা তার পাল্টা জবাবও দিচ্ছে ৷ সূত্রের থেকে পাওয়া খবরে ভারতীয় সুরক্ষাবাহিনী সোমবার দুই পাক সৈনিককে হত্যা করেছে ৷ বিগত তিন দিনে পাকিস্তানের ১৭ জন সৈনিক মারা গেছেন ৷ এরমধ্যে সংর্ঘষের জেরে পাকিস্তানের ফরোয়ার্ড পোস্ট ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ ভারতের এক সৈনিক মারা গেছেন। এই বছর ইতিমধ্যেই পাকিস্তান ২০০০ বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে ৷
রবিবার গভীর রাতে ভারতীয় সেনা পিওকে-র নিকিয়াল সেক্টরে অভিযান চালায় ৷ পাকিস্তান সেনার ৬ জন জওয়ান মারা যান ৷ সকালে মারা যান আরও দুই পাক সেনা ৷ এই লড়াইতে চারটি ফরোয়ার্ড পোস্ট উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা ৷ এরা পাকিস্তানের সিন্ধ রেজিমেন্টের জওয়ান ৷ ভারতের সেনা হামলায় পাকিস্তানের এক ডজনের বেশি সৈনিক আহত হয়েছেন ৷ এর আগে ২০ ও ২১ তারিখও পাকিস্তানি সেনাদের বড় ক্ষতি হয়ে গেছে ৷
প্রাপ্ত তথ্য অনুযায়ী পাকিস্তানের পক্ষ থেকে ভারতীয় সেনা পোস্ট লক্ষ্য করে আগেই হামলা চালানো হয়েছে ৷ এরই প্রত্যুত্তরে পাকিস্তানের বিরুদ্ধে হামলা চালানো হয় ৷ ভারতীয় সেনার আক্রমণে পাক সেনার নিজেদের চৌকি ছেড়ে পালাতে বাধ্য হয় ৷ দুই দিনে ভারতীয় সেনারা পাকিস্তানের হাজীপীর সেক্টর, বদৌরী সেক্টর, বগসর সেক্টর, জন্দরোট এবং ডেরা শের খান পোস্টের ৯ সেনাকে মারা হয় ৷
এদিকে পাকিস্তানের হামলায় নৌশেরা সেক্টরে ভারতের এক জওয়ান শহিদ হয়েছিলেন ৷ সোমবার সকালে সংঘর্ষ বিরতি উল্লঙ্ঘন করে পাকিস্তান ৷ সোমবার সকালে পাকিস্তানের পক্ষ থেকে জম্মু-কাশ্মীরের রাজৌরি ও পুঞ্চে নিশানা করা হয় ৷ পাকিস্তানের পক্ষ থেকে রাজৌরি, নৌশেরা ও পুঞ্চ, কৃষ্ণা ঘাটি সেক্টরে ফায়ারিং হয় ৷ যাতে একজনের মৃত্যু হয়েছে ও একজন ভারতীয় সৈনিক আহত হয়েছেন ৷সূত্র : নিউজ ১৮
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।