জুমবাংলা ডেস্ক: সরকারি নির্দেশ অমান্য করার অপরাধে কিন্ডার গার্ডেন পরিচালনার অভিযোগে ন্যাশনাল প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
কিন্ডার গার্ডেন চালু রাখায় ২০ হাজার টাকা জরিমানা গুণলেন প্রধান শিক্ষক
আজ সোমবার (১৫ ফেব্রুয়ারি) কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবর্ণা রানী সাহা এ আদালত পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা যায়, কালীগঞ্জ উপজেলার ত্রিলেচানপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজরে সরকারের নির্দেশ অমান্য করে কিন্ডার গার্ডেন পরিচালনা করে আসছিলেন ন্যাশনাল প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক কেরামত আলী। উপজেলা নির্বাহী অফিসার বিদ্যালয়ে গেলে সত্যতা পান। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রধান শিক্ষককে ২০ হাজার টাকা জরিমানা করেন।
যাদের বাচ্চা আছে, এই এক গেইমে আপনার বাচ্চার লেখাপড়া শুরু এবং শেষ হবে খারাপ গেইমের প্রতি আসক্তিও।ডাউনলোডকরুন : https://play.google.com/store/apps/details?id=com.zoombox.kidschool